
মঙ্গলবার ০৬ মে ২০২৫
রিয়া পাত্র
'দাদা কোথায় নামলে বইমেলা সামনে হবে?', 'বইমেলা থেকে বেরিয়ে কোন বাস ধরব বিধাননগর যাওয়ার জন্য?', 'এই প্রকাশনের স্টল কোনদিকে বলতে পারেন?', 'কত নম্বর গেটের কাছে ফুডকোর্ট? ', এগুলি কয়েকটি উদাহরণ মাত্র। বইমেলা যাওয়ার আগে থেকে ফেরা পর্যন্ত, মেলার কয়েক কিলোমিটার আগে থেকে, মেলাজুড়ে ঘুরে বেড়ায় হাজারও প্রশ্ন। আজকাল ডট ইন সেসব প্রশ্নের উত্তর খোঁজে মেলার ভিড়ে।
প্রশ্ন- মেলায় যদি কারও মোবাইল ফোন, টাকার ব্যাগ হারিয়ে যায়, তৎক্ষণাৎ কী করতে হবে?
উত্তর- মেলায় রয়েছে পুলিশ। পুলিশ ক্যাম্পে গিয়ে অভিযোগ জানাতে হবে এবং তৎক্ষণাৎ গিল্ড অফিসের সামনে এসে অ্যানাউন্স করাতে হবে খোয়া যাওয়া বিষয় সম্পর্কে।
প্রশ্ন- শনি রবিবার যাঁরা বইমেলায় আসবেন তাঁরা এক্সট্রা কী সুযোগ পাবেন?
উত্তর- শনি রবিবার যাঁরা বইমেলায় আসবেন, তাঁরা অতিরিক্ত এক ঘণ্টায় বেশি সময় পাবেন। অন্যান্য দিন বইমেলার সময় ১২-৮ হলেও, শনি রবিবার এবং ছুটির দিন বইমেলা ৯টা পর্যন্ত খোলা।
প্রশ্ন- মেলায় কি ধূমপান গ্রাহ্য? নাকি নিষিদ্ধ?
উত্তর- মেলায় ধূমপান একেবারে নিষিদ্ধ। চতুর্দিকে বই, দ্রাহ্য বস্তু। ভয়াবহ ঘটনা ঘটতে পারে যে কোনও মুহূর্তে। কাউকে ধূমপান করতে দেখলে তাঁকে তৎক্ষনাৎ বাধা দেওয়া হবে, সতর্ক করা হবে।